সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৩ জুলাই ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০১.২৮.০০৪.২৫-৬২২ নম্বর প্রজ্ঞাপন দ্বারা থানা/উপজেলা রিসোর্স সেন্টার-এর নাম পরিবর্তন করে Upazila Primary Education Training Centre সংক্ষেপে UPETC হিসেবে নতুন নামকরণ করা হয়েছে । নতুন নামের দ্বারা এই দপ্তরের কর্মকান্ড সম্পর্কে সাধারণ জনগণ সহজেই আরও স্পষ্ট ধারণা লাভ করতে পারেবেন। এখন থেকে এই দপ্তরের সকল প্রকার কার্যক্রম ও যোগাযোগ Upazila Primary Education Training Centre (UPETC) নামে পরিচালিত হবে।
সকলকে ধন্যবাদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS